Modi govt

মোদী ও আরএসএস-এর কারণে উত্তর ভারতে ধর্মান্তরণ কঠিন হয়ে পড়েছে, ভাইরাল খ্রিস্টান মিশনারির ভিডিও

খ্রিস্টান মিশনারীদের প্রধান টার্গেট যে ভারতের হিন্দু জনসংখ্যা, তা আর একবার সামনে এলো একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। আমেরিকার খ্রিস্টান মিশনারি সংস্থার প্রধানের কথায়, ‘মোদী এবং আরএসএস-এর কারণে উত্তর ভারতে ধর্মান্তরণ কঠিন হয়ে পড়লেও ভারতের অন্যান্য অঞ্চলে তা জোর কদমে চলছে।’ আমেরিকার আলাবামায় অবস্থিত ‘Church of the Highlands’। এই মিশনারি সংস্থার প্রধান ক্রিস হজেস। তাঁর …

উপহার দিয়েছিল কংগ্রেস সরকার, দিল্লী ওয়াকফ বোর্ডের কাছ থেকে ১২৩টি সম্পত্তি ফেরত নিলো মোদী সরকার

রাজধানী দিল্লীর বুকে থাকা ১২৩টি সম্পত্তি ওয়াকফ বোর্ডের কাছ থেকে ফেরত নিলো মোদী সরকার। ওই সম্পত্তির মধ্যে রয়েছে জমি, দোকান, দরগা এবং মসজিদ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পূর্বে এই ১২৩টি সম্পত্তি দিল্লী ওয়াকফ বোর্ডকে উপহার দিয়েছিল তৎকালীন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। উল্লেখ্য, ওয়াকফ বোর্ড(Delhi Waqf Board)-কে একসঙ্গে রাজধানী দিল্লীর মতো স্থানে ১২৩টি সম্পত্তি দেওয়ার প্রথম …