Jatayu

শ্রী রাম জন্মভূমি কমপ্লেক্সে স্থাপিত হলো জটায়ুর মূর্তি

অযোধ্যার নির্মীয়মান শ্রী রাম জন্মভূমি কমপ্লেক্সে স্থাপন করা হলো জটায়ুর মূর্তি। রাম জন্মভূমি কমপ্লেক্সের ঐতিহাসিক ‘কুবের টিলা’-তে জটায়ুর একটি মূর্তি স্থাপন করা হয়েছে। খবর অনুযায়ী, মূর্তি ব্রোঞ্জের তৈরী। মূর্তিটি স্থাপন করার জন্য ৫ ফুট উঁচু একটি কালো পাথরের বেদী নির্মাণ করা হয়েছে। সেই পাথরের বেদীতে জটায়ুর মূর্তি স্থাপন করা হয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের …