নির্লজ্য তোষণ রাজনীতির নমুনা দেখা গেল তামিলনাড়ুতে। হিন্দু কৃষকদের প্রায় ৫৭ একর জমির পাট্টা রাতারাতি বাতিল করে সেই জমি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিলো ডিএমকে সরকার। আর সরকারের এমন সিদ্ধান্তে রাতারাতি পথে বসেছে ৩০টি হিন্দু কৃষক পরিবার। সব হারানো কৃষক পরিবারগুলো সরকারের এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছেন। আর সেই বিক্ষোভরত কৃষকদের …