Festival of colours

ভারতজুড়ে রঙের উৎসব

© ড. কল্যাণ চক্রবর্তী রঙের উৎসব, আলোর উৎসব, ফসলের উৎসব, অবগাহনের উৎসব প্রভৃতি হিন্দুধর্মের বহুমুখী বৈচিত্র্যকে তুলে ধরেছে। দোলপূর্ণিমা ও হোলিখেলাকে কেন্দ্র করে সারা ভারত জুড়েই রঙের উৎসব চলে। সে উৎসবের প্রেরণা বাসন্তী-প্রকৃতির রঙের মোহনা, পুষ্পপল্লবের অনুপম সৌকর্য। প্রকৃতির রঙের অনুকরণে মানুষও সাজতে চায়, সাজাতে চায়।“তোমায় সাজাব যতনে কুসুমে রতনেকেয়ূরে কঙ্কণে কুঙ্কুমে চন্দনে।।কুন্তলে বেষ্টিব স্বর্ণজালিকা, …