Aligarh

গ্রামের কুলদেবীর মন্দির নির্মাণে ১১ লাখ টাকা দান করলেন ক্রিকেটার রিংকু সিংহ

মনোকামনা পূর্ণ হওয়ায় কথা রাখলেন ক্রিকেটার রিংকু সিংহ(Rinku Singh)। গ্রামের কুলদেবী মন্দির নির্মাণে ১১ লাখ টাকা দান করলেন তিনি। উল্লেখ্য, আলিগড়ের কমলপুর গ্রামে রয়েছে মা চৌধুরী কুলদেবীর মন্দির। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে যাওয়ার পূর্বে কামনা জানিয়েছিলেন রিংকু। ভালো খেললে মন্দির নির্মাণে ১১ লাখ টাকা দেওয়ার প্রার্থনা জানিয়েছিলেন তিনি। আর তাঁর সেই কামনা পূরণ …