© শ্রী সূর্য শেখর হালদার স্বামী বিবেকানন্দ(Swami Vivekananda) জন্মেছিলেন পরাধীন দেশের প্রজা হয়ে। কিন্তু তিনি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্যকে সারা বিশ্বের মধ্যে উচ্চস্থানে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি বুঝেছিলেন ভারতীয়দের আত্মমর্যাদাবোধ তৈরি করতে না পারলে, জগতের সামনে ভারতের হৃত মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলে, ভারতকে জগত সভার শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সে কারণেই সমগ্র …
© শ্রী কুশল বরণ চক্রবর্তী ১৯০২ খ্রিস্টাব্দের ৪ জুলাই, স্বামী বিবেকানন্দ তাঁর পাঞ্চভৌতিক দেহ ছেড়ে চলে যান, কিন্তু অনন্তকালের জন্যে আশ্রয় নেন সকলের হৃদয়ের মাঝে।আধুনিক হিন্দুর বৈশ্বিক মননে স্বামী বিবেকানন্দের অবদান অনন্য।গুরুভাই স্বামী অভেদানন্দকে স্বামী বিবেকানন্দ তাঁর মৃত্যুর বছর পাঁচ ছয়েক আগে বলেছিলেন,“আমি আর বছর পাঁচ ছয়েক বাঁচবো বুঝলে।” অভেদানন্দ স্বামীজির এমন হেঁয়ালিপূর্ণ কথা শুনে …