ইসলামিক মৌলবাদ

অচর্চ্চিত কাজী নজরুল ইসলাম

© শ্রী অনিমিত্র চক্রবর্তী নিঃসন্দেহে, কবি নজরুল ইসলামের নব কলেবরে উত্থান ঘটেছে সম্প্রতি। তাঁর চির বৈরী, মাত্র কিছুদিন পূর্বেও তাঁকে প্রথম ঘোষিত ‘লাভ জেহাদি’ আখ্যা দেওয়া হিন্দু জাতীয়তাবাদীদের একাংশের মধ্যেও তাঁর প্রতি সপ্রশংস মনোভাব প্রত্যক্ষ হচ্ছে। এতে আশ্চর্যের কিছু নেই; ব্যক্তিগত চিন্তাকে জনসমক্ষে প্রকাশ করার মৌলিক অধিকার রয়েছে ভারতবর্ষের একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের কাছে। তাতে ক্ষেদ …