দিল্লী বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের সিলেবাস থেকে বাদ দেওয়া হলো উর্দু কবি মহম্মদ ইকবালের দর্শন ও চিন্তাভাবনা তার বদলে পড়ানো হবে স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের চিন্তা ও দর্শন। বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কমিটির এমন সিদ্ধান্তের পরই দেশে সক্রিয় হিন্দু বিরোধী এবং সেকুলার লবি নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন দেশের ১২৫ জন অবসরপ্রাপ্ত সরকারি অফিসার।
উল্লেখ্য, গত বুধবার দিল্লী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কমিটি BA(আর্টস)- এর পলিটিক্যল সায়েন্সের ৫ নম্বর সেমিস্টারের জন্য নতুন সিলেবাস প্রকাশ করে। দেখা যায় যে সেই সিলেবাস থেকে উর্দু কবি মহম্মদ ইকবালের চিন্তা ও দর্শন বিষয়ে থাকা একটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে। আর সেই স্থানে স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকর সম্বন্ধে একটি অধ্যায় যোগ করা হয়েছে।
আর তা জানাজানি হতেই সক্রিয় হয়ে ওঠে বামপন্থী এবং লিবারেল গ্যাং। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তাঁরা অভিযোগ করতে থাকেন যে কেন্দ্রের বর্তমান সরকার এবং সংঘের এজেন্ডাকে বাস্তবায়িত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে এরই মধ্যে সিলেবাসের পরিবর্তন নিয়ে সমর্থনও আসতে শুরু করেছে। দেশের নামকরা ১২৫ জন অবসরপ্রাপ্ত সরকারি অফিসার চিঠি লিখে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ১২৫ জনের মধ্যে ৫৯ জন কূটনীতিবিদ, ১২ জন রাষ্ট্রদূত এবং ৬৪ জন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার রয়েছেন।
চিঠিতে সাভারকরের স্বাধীনচেতা মানসিকতা, সামাজিক সংস্কার এবং দেশের ঐক্যের চিন্তাভাবনা ও দর্শনের ভুয়সী প্রশংসা করে অবসরপ্রাপ্ত অফিসাররা লেখেন, “Savarkar’s views on freedom, social reform, and national unity make him an enduring figure in Indian history. By studying Savarkar’s political ideologies, students will gain insight into the factors that shaped India’s nationalist movement and its subsequent trajectory.”
চিঠিতে কংগ্রেস এবং বামপন্থীদের চক্রান্তকে দায়ী করে তাঁরা লিখেছেন, “রাজনৈতিক ফায়দার জন্য দেশের বহু বীরের সম্বন্ধে দেশের জনতাকে জানতে দেওয়া হয়নি। বহু স্বাধীনতা সংগ্রামী এবং ব্যক্তিত্বকে প্রাপ্য মর্যাদা না দিয়ে অন্যান্য করা হয়েছে, যারা ব্রিটিশদের কবল থেকে দেশকে স্বাধীন করতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।”
CLICK HERE to read the original Story