আর এক আল কায়দা(Al-Qaeda) জঙ্গি গ্রেপ্তার হলো পশ্চিমবঙ্গে। গতকাল হাওড়া স্টেশন থেকে এক সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF West Bengal Police)।
জানা গিয়েছে, ধৃত জঙ্গির নাম নান্নু মিঞা। সে কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা। গতকাল সকালে হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ট্রেনে করে অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই জঙ্গি, এমনটাই অনুমান গোয়েন্দাদের। তার আগেই বিশেষ সূত্রে খবর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। সূত্রের খবর, ধৃত জঙ্গির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে UAPA আইনেও মামলা দায়ের করা হতে পরে।