শ্রী রাম জন্মভূমি কমপ্লেক্সে স্থাপিত হলো জটায়ুর মূর্তি



Updated: 14 December, 2023 6:14 am IST

অযোধ্যার নির্মীয়মান শ্রী রাম জন্মভূমি কমপ্লেক্সে স্থাপন করা হলো জটায়ুর মূর্তি। রাম জন্মভূমি কমপ্লেক্সের ঐতিহাসিক ‘কুবের টিলা’-তে জটায়ুর একটি মূর্তি স্থাপন করা হয়েছে।

খবর অনুযায়ী, মূর্তি ব্রোঞ্জের তৈরী। মূর্তিটি স্থাপন করার জন্য ৫ ফুট উঁচু একটি কালো পাথরের বেদী নির্মাণ করা হয়েছে। সেই পাথরের বেদীতে জটায়ুর মূর্তি স্থাপন করা হয়েছে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র জানিয়েছেন যে শ্রী রাম মন্দিরের উদ্বোধনের পূর্বে জটায়ুর পাদস্পর্শে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

জটায়ুর মূর্তি স্থাপন প্রসঙ্গে অনিল মিশ্র জানান, শ্রী রাম জন্মভূমি উদ্ধারের জন্য ৫০০ বছর ধরে যে সংগ্রাম হয়েছিল, তার প্রতীক হিসেবে এই মূর্তি স্থাপন করা হয়েছে। তাছাড়া, মা সীতা উদ্ধারে জটায়ুর উল্লেখযোগ্য ভূমিকাকেও শ্রদ্ধা জানানো হয়েছে এই মূর্তি স্থাপনের মধ্য দিয়ে।

প্রসঙ্গত, শ্রী রাম জন্মভূমি পরিসরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান কুবের টিলা। কুবের টিলা ভারতের স্বাধীনতা সংগ্রামের স্বাক্ষী। ১৮৫৮ খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিপাহী বিদ্রোহ দমন করতে এই কুবের টিলার একটি গাছে হনুমানগড়ি মন্দিরের সাধু বাবা রাম শরণ দাসকে ফাঁসিতে ঝুলিয়েছিলো।