শ্রী রাম মন্দিরের কাজ চলছে জোর কদমে। আর এবারে শ্রী রাম মন্দিরের বিগ্রহের কাজ শুরু হবে। সেই বিগ্রহ তৈরির জন্য বিশেষ শিলা এলো নেপালের পোখরা থেকে। সড়কপথে সেই পাথর ভারতে আসার কথা।
খবর অনুযায়ী, নেপালের পোখরার গণ্ডক নদী থেকে দুটি বিশালাকার শিলা অর্থাৎ পাথর উত্তোলন করা হয়। তারপর উপাচার মেনে পাথরদুটির পূজা করা হয়। তারপরই ভারতের উদ্দেশ্যে রওয়ানা করা হয় পাথরদুটিকে।
গাড়িতে পাথরদুটিকে নিয়ে আসার পথে নেপালের সাধারণ হিন্দুদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। সড়কপথে নিয়ে আসার সময় রাস্তায় সেই পাথরকে পূজা করেন বহু হিন্দু। অনেকেই পাথরকে স্পর্শ করে ভক্তিভরে প্রণাম করেন। এমনকি পাথরের গাড়ি ঘিরে শ্রী রাম ভজনে মেতে ওঠেন বহু রামভক্ত।