দক্ষিণ কোরিয়া: কমছে জন্মের হার, চিন্তিত প্রধানমন্ত্রী নিলেন বিশেষ উদ্যোগ



Updated: 13 May, 2024 6:18 am IST

ক্রমাগত কমছে জন্মের হার। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বৃদ্ধ ও বৃদ্ধার সংখ্যা। আর এর ফলে অদূর ভবিষ্যতে পরিবর্তন হতে পারে জনবিন্যাসের। এমনকি ধাক্কা খেতে পারে দেশের অর্থনীতি। স্বাভাবিকভাবেই চিন্তিত দক্ষিণ কোরিয়া।

দেশটির প্রধানমন্ত্রী ইয়ন সুক ইয়ল এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের ক্রম হ্রাসমান জন্মের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী সুক ইয়ল বলেন যে জন্মের হার বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কেন জন্মের হার কমছে, তা জানতে দেশজুড়ে সমীক্ষা চালানোর কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন যে জন্মের হার কেন কমছে, তা খতিয়ে দেখতে বিশেষ মন্ত্রক গঠন করা হবে। নিম্ন জন্মের হার সমস্যার সমাধান খুঁজবে এই নতুন মন্ত্রক।

উল্লেখ্য, মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার খরচ ঊর্ধ্বমুখী দক্ষিণ কোরিয়ায়। এইসব কারণে দম্পতিরা সন্তান নেওয়ার আগ্রহ হারাচ্ছেন। এছাড়াও, দেশটিতে কমছে চাকরির সুযোগ। এমনকি মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গে বাড়ছে না বেতনও। আর এ ফলে জন্মের হারের পাশাপাশি কমছে বিয়ের হার। আর এর ফলেই কমছে জন্মের হার।

তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তাঁর সরকার দেশের জন্মের হার বাড়ানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। মুদ্রাস্ফীতি কমানোর পাশাপাশি অর্থনীতির চাকার বেগ বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী সুক ইয়ল।