শ্রদ্ধা ওয়ালকরের নৃশংস হত্যার(Shraddha Murder case) ঘটনায় গ্রেপ্তার হওয়া আফতাব পুনওয়ালার বিরুদ্ধে জমা দেওয়ার জন্য ৩০০০ পাতার চার্জশিট প্রস্তুত করেছে পুলিশ। এই চার্জশিটে DNA টেস্টের রিপোর্ট, নারকো টেস্টের রিপোর্ট ছাড়াও প্রায় ১০০ জন সাক্ষীর বয়ান অন্তর্ভুক্ত করা হয়েছে চার্জশিটে।
খবর অনুযায়ী, চার্জশিট প্রস্তুত করার পর আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে দিল্লী পুলিশের তরফে। বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পর চার্জশিটে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।
জানা গিয়েছে, পুলিশ চার্জশিটে আফতাবের স্বীকারোক্তি, নার্কো টেস্টের রিপোর্ট, প্রায় ১০০ জন সাক্ষীর বয়ান এবং জঙ্গলে খুঁজে পাওয়া শ্রদ্ধার হাড়ের DNA পরীক্ষার রিপোর্ট অন্তর্ভুক্ত করেছে পুলিশ। এছাড়াও, প্রমাণ হিসেবে আফতাবের ফ্ল্যাটে পাওয়া ছুরি, করাত এবং শ্রদ্ধার দেহ সংরক্ষণ করার জন্য ব্যবহৃত ফ্রিজ আদালতে জমা দিতে চলেছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, মুম্বইয়ের তরুণী শ্রদ্ধা পরিবারের অমতে দিল্লীতে এসে প্রেমিক আফতাব পুণাওয়ালার সঙ্গে থাকতে শুরু করেন। পরে শ্রদ্ধাকে নৃশংসভাবে খুন করে তাঁর দেহের ৩৬টি টুকরো করে দিল্লীর আশেপাশের জঙ্গলে ফেলে দেয় আফতাব। সেই ঘটনায় গ্রেপ্তার হয় আফতাব। গত বছরের নভেম্বর মাস থেকে এখনও পর্যন্ত জেল হাজতে রয়েছে আফতাব।