এবার শরিয়া আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক মুসলিম মহিলা। মহিলার অভিযোগ, শরিয়া আইনের কারণে তাকে সম্পত্তির ভাগ কম দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলে মহিলার অভিযোগ। ভারতীয় সংবিধান অনুযায়ী তাঁর সমান অধিকার পাওয়ার কথা, কিন্তু শরিয়া আইন অনুযায়ী তাঁর সঙ্গে বঞ্চনা করা হয়েছে। তাই এই আইন বাতিল করে তাকে সমান অধিকার দেওয়া হোক, দাবি মহিলার।
বুশরা আলী নামে ওই মহিলার অভিযোগ, তাঁর পরিবারে সম্পত্তির ভাগাভাগি হওয়ার সময় পুরুষদের যা সম্পত্তি দেওয়া হয়েছে, তাকে তার অর্ধেক সম্পত্তি দেওয়া হয়েছে। যা অন্যায় বলে মনে করেন তিনি। মহিলার দাবি, সংবিধান অনুযায়ী তাঁর সম্পত্তিতে সমান অধিকার। কিন্তু শরিয়া আইন অনুযায়ী তাঁর সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ।
মহিলার অভিযোগ, শরিয়া আইনের দুই নম্বর ধারার কারণেই তাকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এই ধারা বাতিল করে পুরুষের সমান অধিকার দেওয়া হোক, এমন দাবি করেছেন তিনি।
এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি কৃষ্ণ মুরারী এবং বিচারপতি সঞ্জয় করোল সমস্ত পক্ষকে নোটিশ পাঠিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, মুসলিমদের বিভিন্ন সিভিল বিষয়ে মুসলিম পার্সোনাল ল অনুযায়ী পরিচালিত হয়। সেই আইন অনুযায়ী মহিলাদের অনেক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ দীর্ঘদিনের। এদের মধ্যে পুরুষদের একাধিক বিবাহ, তালাকের পর ভরণপোষণের ব্যবস্থা, সম্পত্তিতে সমান অধিকার, সন্তান দত্তক নেওয়ার মতো বিষয় রয়েছে।
Image Credits: Live Law