সনাতন ধর্মই হলো ভারতের জাতীয় ধর্ম, এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। সেই সঙ্গে তিনি আরও বলেন যে ভারতের প্রত্যেক নাগরিকের উচিত এই ধর্মকে শ্রদ্ধা করা।
উল্লেখ্য, যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং সাখাওয়াত গত ২৭শে জানুয়ারি জালোরে অবস্থিত নীলকণ্ঠ মহাদেব মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সনাতন ধর্মকে ভারতের জাতীয় ধর্ম বলে উল্লেখ করেন যোগী।
যোগী আদিত্যনাথ আরও বলেন, ‛আমাদের সনাতন ধর্মই হলো ভারতের জাতীয় ধর্ম। আমরা সেই রাষ্ট্রীয় ধর্মের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারবো, যদি আমরা ব্যক্তিস্বার্থের উপরে উঠতে পারি। জাতীয় ধর্মের সঙ্গে যোগসূত্র স্থাপনের মধ্য দিয়েই আমাদের জাতিকে নিরাপদ করতে পারবো আমরা। আমাদের সম্মানের প্রতীকগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। যদি আমাদের কোনও ধর্মস্থান কোনযুগে ধ্বংস করা হয়েছিল, তবে সেগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যেভাবে ৫০০ বছর পরে অযোধ্যায় শ্রী রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।’
তিনি আরও বলেন যে যত ঐতিহ্যবাহী মন্দির রয়েছে, সব মন্দিরকে পুনরায় প্রতিষ্ঠা এবং সংস্কার করতে দেশজুড়ে অভিযান চালানো উচিত। পুরোনো ঐতিহ্যের সংরক্ষণ করার মধ্য দিয়েই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন যোগী আদিত্যনাথ।
উল্লেখ্য, নীলকন্ঠ মহাদেব মন্দিরের সংস্কারের পর সেটির নতুন করে উদ্বোধন করেন যোগী আদিত্যনাথ। সেই সময়ে মন্দির চত্বরে একটি রুদ্রাক্ষ গাছ রোপন করেন যোগী আদিত্যনাথ।