পদ্মশ্রী সম্মান পাচ্ছেন শ্রী রতন কাহার



Updated: 26 January, 2024 8:32 am IST

দীর্ঘ অপেক্ষার পর যোগ্য সম্মান পেতে চলেছেন জনপ্রিয় লোকশিল্পী শ্রী রতন কাহার(Ratan Kahar)। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, এ বছরের পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন তিনি। লোকগীতি ও ভাদু গানের জগতে অসামান্য অবদানের জন্য শিল্পীকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হচ্ছে, জানানো হয়েছে।

শ্রী রতন কাহারের একাধিক গান সংগীতপ্রেমী জনতার মুখে মুখে ঘুরলেও বরাবরই অন্তরালে থেকে গিয়েছিলেন তিনি। তাঁর লেখা ও সুর দেওয়া গান পরিবেশন করে খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছেন অনেকে। কিন্তু বরাবরই বঞ্চনার শিকার হয়েছেন সহজ সরল রতন কাহার।

এরই মধ্যে সারা দেশে বিখ্যাত হয়ে ওঠে তাঁর কালজয়ী গান “বড়ো লোকের বিটি লো” গানের কয়েকটি লাইন। বলিউডের শিল্পী বাদশা-র গানে ব্যবহৃত হওয়া সুরে মেতে ওঠে পুরো দেশ। তুমুল সমালোচনার মুখে পড়ে বাদশা স্বীকার করেন রতন কাহারের গানের কথা। তারপরই সারা দেশে পরিচিতি পান রতন কাহার।

এবার সেই গুণী শিল্পীকে সম্মান দিচ্ছে কেন্দ্র সরকার। দেরিতে হলেও প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন লোকগীতির জাদুকর শ্রী রতন কাহার।