© অমিত মালী
সদ্য প্রকাশিত হয়েছে বলিষ্ঠ লেখক রঞ্জিত রাধাকৃষ্ণনের লেখা বই ‛Rama of the Axe’। বইটির বিষয়বস্তু ভগবান পরশুরাম। কিন্তু লেখকের বর্ণনায় ভগবান পরশুরাম হয়ে উঠেছেন অনেক জীবন্ত, এক প্রাণবন্ত যোদ্ধা।
উল্লেখ্য, দেশে হিন্দুত্বের জোয়ার চললেও হিন্দু ধর্ম এবং বিভিন্ন অবতার সম্বন্ধে তেমন বাস্তব ছুঁয়ে যাওয়া লেখা নেই। উদাহরণ হিসেবে ভগবান পরশুরাম কিংবা অবতার পরশুরামের কথা বলা যেতে পারে। কিন্তু যোদ্ধা পরশুরাম, পুত্র পরশুরাম কিংবা ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের গুণের সমহারের পরশুরামের বিষয়ে তেমন দলিল নেই। আর সেই বিষয়টিকে নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন লেখক।
লেখকের বর্ণনা ভগবান পরশুরামকে এতটাই জীবন্ত করে তুলেছে যে আপনি বইটি পড়তে পড়তে নিজের চারপাশ ভুলে চলে যেতে পারেন কাহিনীর জগতে। আপনি ছুঁয়ে দেখতে পারেন জঙ্গলকে, অনুভব করতে পারেন প্রাচীন পরিবেশকে।
অথবা বইয়ের অক্ষর পড়তে পড়তে অবতার পরশুরামকে ভুলে গিয়ে মানুষ পরশুরামকে খুঁজে পেতে পারেন। নিজের মা রেণুকাকে হত্যা করার পর পরশুরাম যে মানসিক যন্ত্রনায় ভুগছিলেন, তা আপনি অনুভব করতে পারেন। পড়তে পড়তে আপনি অনুভব করতে পারবেন ব্রাহ্ম ও ক্ষত্রিয় তেজ।
রঞ্জিত রাধাকৃষ্ণনের লেখা এতটাই প্রাণবন্ত যে বইটি পড়তে পড়তে আপনি মনোজগতের কল্পনায় হারিয়ে পৌঁছে যেতে পারেন ভগবান পরশুরামের সময়ে। জমদগ্নির আশ্রম থেকে কর্তব্যবীর্য অর্জুনের রাজপ্রাসাদ, পরশুরামের আধ্যাত্মিক শক্তির বহিঃপ্রকাশ, ক্ষত্রিয় শক্তির তান্ডব- সবই যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে।
অবতার কেমন? ঋষি শ্রী অরবিন্দ লিখেছিলেন, “Avatara, means a descent; it is a coming down of the Divine below the line which divides the Divine from the human world or status.”
বইতে লেখকের বর্ণনা এতটাই জীবন্ত যে বইটি পড়তে পড়তে আপনার মনে হতে পারে যে আপনি কোনও বই পড়ছেন না; বরং সিনেমা দেখছেন, ঠিক যেন রাজামৌলির ‛বাহুবলী’ কিংবা ‛RRR’। বলিষ্ঠ বর্ণনা আপনাকে নিয়ে যাবে এক সুপ্রাচীন সময়ে।
পড়ে দেখতে পারেন রঞ্জিত রাধাকৃষ্ণনের লেখা বই ‛Rama of the Axe’।
প্রকাশক: Westland Books, 2023
মূল্য: ₹ 499
পৃষ্ঠা: 368
Image Credits: Swarajya Mag
( CLICK HERE to read the original Story)