রাজস্থান: আজমেরে গ্রেপ্তার ২ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী



Updated: 03 February, 2024 5:07 am IST

বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে মুসলিম অনুপ্রবেশ অব্যাহত। অনুপ্রবেশের পর নকল ভোটার ও আধার কার্ড সংগ্রহ করে সারা দেশে ছড়িয়ে পড়ছে তাঁরা। এবারে আজমের থেকে ২ বাংলাদেশিকে গ্রেপ্তারের পর সেই তত্বই নতুন করে প্রমাণিত হলো।

খবর অনুযায়ী, গত ২রা ফেব্রুয়ারি, রাজস্থানের আজমের শরীফ দরগার কাছের এক ভাড়া বাড়ি থেকে ২ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ ও রাজ্যের সিআইডির গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে নকল আধার কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জানা গিয়েছে, ধৃতরা হলো নাহিদ হাসান(২১) ও মাহমুদা আখতার(৩০)। সম্পর্কে তাঁরা ভাই ও দিদি। ধৃতরা বছর খানেক আগে ভারতে অনুপ্রবেশ করে। তারপর নকল আধার কার্ড ও ভোটার কার্ড সংগ্রহ করে রাজস্থানের আজমের শরীফ দরগা এলাকায় আসে। সেখানে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। সেই সঙ্গে দুজনে কাজ করতে শুরু করে।

পুলিশ জানিয়েছে যে ধৃতদের কাছ থেকে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার ঠিকানা দেওয়া নকল আধার কার্ড পাওয়া গিয়েছে। ধৃতরা জেরায় আরও জানিয়েছে যে মাথা পিছু ১৫,০০০ টাকা দালালকে দিয়ে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। তারপর কিছুদিন পশ্চিমবঙ্গে থেকে রাজস্থানে পাড়ি দেয় দুজনে।

পুলিশ আরও জানিয়েছে যে ধৃত বাংলাদেশিদের মধ্যে মাহমুদা এর আগেও ভারতে এসেছিল। করোনা মহামারীর আগে সে ভারতের একাধিক রাজ্যে দীর্ঘদিন ছিল ও কাজও করেছে। কিন্তু লকডাউন ঘোষণা হওয়ায় সে বাংলাদেশে ফিরে যায়। পরে সব স্বাভাবিক হতেই মাহমুদা তাঁর ভাইকে সঙ্গে নিয়ে ভারতে অনুপ্রবেশ করে। আপাতত ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।