রাজস্থান: ৯৩ বছর বয়সী হিন্দু পুরোহিতকে নৃশংস খুন, তদন্তে পুলিশ



Updated: 31 August, 2023 5:59 am IST

কংগ্রেস শাসিত রাজস্থানে হিন্দু বিরোধী অপরাধ অব্যাহত। নাগৌর জেলায় পুরোহিত হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার টংক জেলায় ৯৩ বছর বয়সী এক হিন্দু পুরোহিতকে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটলো। গত ২৯শে আগস্ট, মঙ্গলবার ঘটনাটি ঘটে টংক জেলার দিগ্গি শহরের একটি শিব মন্দিরে।

খবর অনুযায়ী, খুন হওয়া ওই হিন্দু পুরোহিতের নাম মহন্ত সিয়ারাম দাস। তিনি শহরের ভুরিয়া মহাদেব বাবা ধাম মন্দিরের পুরোহিত ছিলেন। পরের দিন অর্থাৎ বুধবার সকালে স্থানীয়রা মন্দিরে এসে দেখেন যে মন্দিরের ভিতরে ওই পুরোহিতের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তাঁরা।

খবর পেয়ে স্থানীয় থানার বিশাল পুলিশবাহিনী নিয়ে মন্দিরে উপস্থিত হন পুলিশ সুপার রাজর্ষী রাজ ভার্মা। খবর দেওয়া হয় ফরেন্সিক টিমকেও। ফরেন্সিক টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। তারপরই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সুপার জানান যে তদন্তে একটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে যে ধারালো অস্ত্র দিয়ে ওই পুরোহিতের মাথায় ও ঘাড়ে আঘাত করা হয়। আর তার ফলে অত্যাধিক রক্ত ক্ষরণের কারণে ওই পুরোহিতের মৃত্যু হয়েছে।

এদিকে পুরোহিতের নৃশংস খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো জেলায়। এমনকি স্থানীয় হিন্দু জনতা ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। টংক জেলা থেকে সাংসদ তথা কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত পুরহিত ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যের কংগ্রেস সরকারকে আক্রমণ করেছেন। তিনি বলেন যে কংগ্রেস সামনে সাধুদের কোনও সম্মান নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধুদের হত্যা করা হচ্ছে। এর জন্য কংগ্রেসের তোষণের রাজনীতি এবং দুষ্কৃতীদের ছাড় দেওয়াকে দায়ী করেন তিনি।

If you love our work, you can help us by contributing a small amount. Thank you. UPI: hinduvoice@upi