রাজস্থান: ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়ায় ৮ ছাত্রকে সাসপেন্ড করলো খ্রিস্টান মিশনারী স্কুল



Updated: 09 December, 2023 9:48 am IST

উদ্বেগজনক ঘটনার খবর সামনে এলো রাজস্থানের বারান জেলার অন্তা এলাকার একটি মিশনারী স্কুল থেকে। ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়ায় স্কুলের ৮ ছাত্রকে সাত দিনের জন্য স্কুল থেকে বহিস্কার করলো কতৃপক্ষ। আর এই সিদ্ধান্ত জানাজানি হতেই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে।

জানা গিয়েছে, খ্রিস্টান মিশনারী পরিচালিত স্কুল হলো ইমানুয়েল মিশন স্কুল। এই স্কুলের নবম শ্রেণীর ৮ জন ছাত্রকে সাসপেন্ড করে কতৃপক্ষ। ইতিমধ্যেই সাসপেন্ডের চিঠিও অভিভাবকদের পাঠানো হয়েছে মিশনারী স্কুলের তরফে। সেই চিঠিতে স্কুলের তরফে অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের সন্তানদের তাঁরা যেনো ঠিকঠাক বুঝিয়ে স্কুলে পাঠায়, যাতে ভবিষ্যতে এমন আচরণ না করে।

ছবি: মিশনারী স্কুলের জারি করা নোটিশ

এদিকে ঘটনায় ক্ষুব্ধ ছাত্ররা জেলার শিক্ষা দপ্তরের আধিকারিককে চিঠি লিখে স্কুলের কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। এমনকি স্কুলের বিরুদ্ধে বেআইনিভাবে সাসপেন্ড করার অভিযোগ করেছে তাঁরা। এমনকি স্কুল কতৃপক্ষ তাদের নানা ধমকি দিয়েছে বলে অভিযোগ ওই ছাত্রদের।

উল্লেখ্য, নবম শ্রেণীর যে ৮ জন ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলো শারদ সোনি, কার্তিক মীনা, সৌরভ মালোভ, তক্ষিত মালোভ, প্রেম গুর্জর, যথার্থ কামাওয়াত, যতীন আর্ভিপ ও হরষিত নাগর।

অন্যদিকে ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকটি হিন্দু সংগঠন স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছে। স্কুলের এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট অন্যান্য অভিভবকরাও। পরিস্থিতি আঁচ করে মাঠে নেমেছেন স্থানীয় বিজেপি বিধায়ক কানোয়ার লাল মীনা। তিনি স্কুলের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজস্থানে আততায়ীর গুলিতে খুন হন রাজপুত নেতা সুখদেব সিং গোগামেডি। সেই ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় রাজপুত সম্প্রদায়। সেই মিছিল যখন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল, সেই সময় ওই ৮ ছাত্র বাইরে এসে ভারত মাতা কি জয় স্লোগান দেয়। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে খ্রিস্টান মিশনারী স্কুল কর্তৃপক্ষ।