যোধপুর: পাকিস্তানি হিন্দু শরণার্থীদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিলো রাজস্থান সরকার



Updated: 25 April, 2023 4:33 am IST

বুলডোজার দিয়ে পাকিস্তানি হিন্দু শরণার্থীদের শতাধিক বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিলো রাজস্থান সরকার। গতকাল ২৪শে এপ্রিল, সোমবার যোধপুরের হিন্দু শরণার্থীদের বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। প্রশাসনের অভিযোগ, সরকারি জমি দখল করে বসবাস করছিলেন তাঁরা।

খবর অনুযায়ী, কয়েকমাস আগে যোধপুর শহরের উপকন্ঠে সরকারি জমি দখল মুক্ত করার উদ্যোগ নেয় যোধপুর ডেভলপমেন্ট অথরিটি। সেই মত জমিতে বসবাসকারী পাকিস্তানি হিন্দু শরণার্থীদের জায়গা ছেড়ে চলে যাওয়ার নির্দেশিকা ধরায় প্রশাসন। কিন্তু সেই জমি ছাড়তে রাজি হয়নি সেখানকার বাসিন্দারা। আর তারপরই গতকাল বুলডোজার নিয়ে হাজির হন প্রশাসনের কর্তারা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় শতাধিক বাড়ি ও ঝুপড়ি।

ইতিমধ্যে বাড়িঘর ভাঙার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে আমরা হিন্দু, তাই পাকিস্তানে নির্যাতনের শিকার হয়েছিলেন। এখন ভারতে এসেও আমাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে যে বহু হিন্দু শরণার্থী মাথার উপরের ছাদ হারিয়ে অঝোরে কেঁদে চলেছেন।

উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে পাকিস্তান ভারতে আসেন কয়েকশো হিন্দু পরিবার। একটি সামাজিক সংস্থার উদ্যোগে তাঁরা আশ্রয় নেন যোধপুর শহরের উপকন্ঠে একটি পড়ে থাকা জমিতে। সেখানেই নিজেরা বসতি গড়ে তোলেন। ছোট ছোট ঝুপড়ি ঘরে থাকতেন তাঁরা। দিন মজুরি এবং শ্রমিকের কাজ করে কোনমতে দিন গুজরান করতেন। কিন্তু সরকারি জমির উপরে বসবাস করে আছেন তাঁরা, এই অজুহাতে তাদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিলো রাজস্থানের কংগ্রেস সরকার।