বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিক হামিদুল শেখের বাড়ির সামনে গিয়ে বিষ খেলেন কল্পনা সাউ নামের এক তরুণী। পরে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গতকাল সকালে মৃত্যু হয় তাঁর। মৃতা তরুণীর নাম কল্পনা সাউ। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের।
জানা গিয়েছে, হামিদুল শেখ এবং কল্পনার মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলেও জানিয়েছিলেন ওই তরুণী। কিন্তু বেশ কিছুদিন ধরে কল্পনাকে এড়িয়ে চলছিলেন হামিদুল। এমনকি ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন হামিদুল। আর তাতেই চরম পদক্ষেপ নেন কল্পনা।
হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় নিজের বক্তব্য জানান কল্পনা। সেই ভিডিও আমাদের হাতে এসেছে। কল্পনা ভিডিওতে বলেন, “আমি একটা কথা জানতে চাই, ও যদি আমার সঙ্গে থাকতে চায় না, তবে আমার সঙ্গে ফিজিকাল রিলেশানে জড়িয়েছিল কেনো? ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এখন বাড়ির সমস্যার কথা বলে আমাকে বিয়ে করতে চাইছে না। ও আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানিনা আমার কী হবে। আমি ওর শাস্তি চাই।”
খবর অনুযায়ী, হামিদুলের বাড়ির সামনেই বিষ খান ওই তরুণী। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ে শেষ ভিডিও বার্তা দেন কল্পনা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়েছে বলে অভিযোগ করতে থাকে সে। গতকাল ১৬ই ফেব্রয়ারি, বৃহস্পতিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।
(Representative Image)