থুতু দিয়ে তন্দুরি রুটি বানানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম তাসিরুদ্দীন। ঘটনা উত্তর প্রদেশের গাজিয়াবাদের।
জানা গিয়েছে, গাজিয়াবাদের টিলা মোড় এলাকায় ‘মদিনা হোটেল’ নামে একটি খাবারের দোকান রয়েছে। রাস্তার ধারে হওয়ায় দোকানটি জনপ্রিয় এবং ভিড় লেগেই থাকে। কয়েকদিন আগে ওই দোকানে আসা একজন খদ্দের লক্ষ্য করেন যে দোকানের কয়েকজন কর্মচারী তন্দুরি চুল্লির পাশে দাঁড়িয়ে রুটি বানাচ্ছেন।
কিন্তু তাদের মধ্যে এক ব্যক্তি রুটি বেলার আগে তাতে থুতু দিচ্ছেন এবং তারপর তাকে বেলে তন্দুরি চুল্লিতে দিচ্ছেন। সেই ঘটনার ভিডিও রেকর্ড করেন ওই ব্যক্তি এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। মুহুর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়। অনেকেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি জানাতে থাকেন। তারপরই ভিডিওর সূত্র ধরে তাসিরুদ্দিনকে চিহ্নিত করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, অতীতেও থুতু দিয়ে রুটি বানানোর ঘটনা দেশের নানা প্রান্ত থেকে এসেছে। আর প্রতি ক্ষেত্রেই গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি বিশেষ সম্প্রদায়ের। কিন্তু কী কারণে থুতু দিয়ে রুটি বানানো হয়, ত অবশ্য কোনও ঘটনাতেই স্পষ্টভাবে জানা যায়নি।