কেরালা: ১৬ বছরের বালককে ধর্ষণ, গ্রেপ্তার ৪ মুসলিম দুষ্কৃতী



Updated: 22 June, 2023 2:01 pm IST

কোঝিকোড়ের বিচে ১৬ বছরের এক বালককে ধর্ষণের অভিযোগে ৪ মুসলিম দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো কেরালা পুলিশ। ধৃতরা হলো নাইনুক, নিশাদ আলী, সাজার এবং জসিম। গতকাল ২১শে জুন, বুধবার সকালে ঘটনাটি ঘটে।

খবর অনুযায়ী, গতকাল সকালে ১৬ বছর বয়সী ওই নাবালক তাঁর দুই বন্ধুর সঙ্গে সমুদ্রের বিচে খেলতে বেরিয়েছিল। তখন সেখানে নাইনুক ও জসিম জোর করে তাকে টেনে নিয়ে যায়। তারপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই নাবালকের সঙ্গে থাকা অন্য দুই বন্ধু বাধা দিলে তাদেরকে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দেয় অন্য দুই জন। কোনরকমে তাঁরা জল থেকে উঠে আসে।

পরে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযুক্তদের ধরতে পন্নিয়ানকারা থানার অফিসার বাইজু জোসের নেতৃত্বে একদল পুলিশ দিনভর অভিযান চালায়। শহরের একটি ঘরে অভিযুক্তদের খোঁজ পায় পুলিশ। কিন্তু তাদের ধরতে গেলে আক্রমণের মুখে পড়তে হয় পুলিশকে। এমনকি গ্যাস সিলিন্ডার বার্স্ট করে সবাইকে খুনের হুমকি দেয় অভিযুক্তরা। তবে পুলিশ জোর করে ঘরে ঢুকে পড়ে এবং সংঘর্ষের পর অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করতে সম্ভব হয়। ঘটনায় দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে যে নাইনুক এবং নিশাদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে নাবালককে ধর্ষণ করার অভিযোগে। বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশকে আক্রমণ করার জন্য। ধৃতরা সকলেই এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত এবং অতীতে অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।