পাকিস্তান: হিন্দু নাবালিকাকে অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করার অভিযোগ



Updated: 13 January, 2023 11:06 am IST

পাকিস্তানে হিন্দু মেয়েদের অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করার ঘটনা অব্যাহত। এবার নতুন একটি ঘটনার খবর এলো সিন্ধু প্রদেশ থেকে।

খবর অনুযায়ী, সিন্ধু প্রদেশের তন্দলিহার এলাকার হিন্দু নাবালিকা সবিতা মেঘওয়ারকে অপহরণ করে মুশতাক ভাট্টি নামে এক যুবক। সবিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তেমন কোনও উদ্যোগ নেয়নি বলেই অভিযোগ।

এর কয়েকদিন পরই সবিতাকে জনসমক্ষে আনা হয়। বলা হয় যে সবিতা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে মুশতাককে বিয়ে করেছেন। এমনকি মুশতাক দাবি করে যে সবিতা আসলে সাবালিকা এবং তাঁর পিতামাতার বলা বয়স সঠিক নয়। সবিতার পরিবারের অভিযোগ, পুলিশ অপহরণকারীর কথা মেনেই কোনও ব্যবস্থা নেয়নি।

আর এমন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন পাকিস্তানের মানবাধিকার কর্মী থেকে শুরু করে হিন্দু অধিকার রক্ষায় সক্রিয় কর্মীরা। তাদের অভিযোগ, কিভাবে একজন নাবালিকাকে ধর্মান্তরিত করা হতে পারে। অপহরণের অভিযোগ দায়ের হওয়ার পরেও পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করতে কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

https://twitter.com/NarainDasBheel8/status/1613455850898886656?t=7n78dPDdzg_5JIyNDHLWqQ&s=19

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানে হিন্দু তরুণী ও নাবালিকা মেয়েদের অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করা এবং তারপর অপহরণকারীর সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা নয়। প্রতি বছর শত শত হিন্দু তরুণীকে অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করা হয়। আর এসবের পিছনে একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ হিন্দু নেতাদের। কিন্তু ত সত্বেও এখনও পর্যন্ত অপহরণ ও জোর করে ধর্মান্তরণ-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি পাকিস্তানের প্রশাসন কিংবা সরকারকে। ধর্মান্তরণ প্রতিরোধী আইনও পাস করেনি দেশটির সরকার। ফলে হিন্দুদের মেয়েদের অপহরণ ও ধর্মান্তরিত করার ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।