ইসলামে ধর্মান্তরিত হতে রাজি না হওয়ায় এক বিবাহিতা হিন্দু মহিলাকে অপহরণ করে তিন ধরে গণধর্ষণ করার ঘটনা ঘটলো পাকিস্তানের সিন্ধু প্রদেশে। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা শিব কাচ্চি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মহিলার দুটি ভিডিও শেয়ার করেছেন।
নির্যাতিতা হিন্দু মহিলার দাবি, ইব্রাহিম মাংরিও, পুনহ মাংরিও এবং তাঁর সঙ্গীরা তাকে অপহরণ করে এবং তাকে উমরকোট জেলায় নিয়ে যায়। সেখানে সামারো শহরে তিনদিন ধরে আটকে রেখে লাগাতার গণধর্ষণ করে অভিযুক্তরা।
মহিলার কথায়, ‘আমাকে অপহরণ করে ওরা। ইসলামে ধর্মান্তরিত করার জন্য জোর করে। আমি রাজি না হওয়ায় আমাকে আটকে রেখে গণধর্ষণ করে তাঁরা। তিনদিন আটকে রেখে আমার উপরে নির্যাতন চালায় তাঁরা।’
পরে ওই মহিলা কোনোভাবে পালিয়ে আসতে সক্ষম হয় এবং অভিযোগ জানাতে থানায় যান। কিন্তু পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি এবং কয়েক ঘণ্টা থানার বাইরে বসিয়ে রাখে, এমনটাই অভিযোগ নির্যাতিতা মহিলার। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ অভিযোগ নিয়েছে এবং তিন অভিযুক্তের মধ্যে এক জনকে গ্রেপ্তার করেছে। অন্য দুই অভিযুক্ত এখন পলাতক।
প্রসঙ্গত উল্লেখ্য, হিন্দু মহিলা, তরুণী ও নাবালিকাদের অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করা পাকিস্তানের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ধর্মান্তরিত করার পর অপহরণকারীর সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা ঘটে। কিন্তু ধর্মান্তরিত হতে রাজি না হলে জোটে চরম নির্যাতন। এমনকি কয়েকদিন আগে অপহরণকারীদের হাত থেকে নিজের বোনকে বাঁচাতে গিয়ে লালু কাচ্চি নামে এক হিন্দু ব্যক্তি খুন হয়ে যান।