পাক অধিকৃত কাশ্মীরে খুন জিহাদি গোষ্ঠী লস্কর-ই-তৈবার কমান্ডার রিয়াজ



Updated: 09 September, 2023 9:05 am IST

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন জিহাদি গোষ্ঠী লস্কর-ই-তৈবা(LeT)-র কমান্ডার রিয়াজ আহমেদ ওরফে আবু কাশিম। গতকাল পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে ওই কমান্ডারকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা।

খবর অনুযায়ী, রাওয়ালকোটের আল কুদ্দুস মসজিদে প্রায়ই আসতেন লস্কর কমান্ডার। গতকাল দুপুরে ওই মসজিদ থেকে বের হতেই লস্কর কমান্ডার রিয়াজ আহমেদকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান ওই কমান্ডার। মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। তবে দুষ্কৃতীদের কোনও খোঁজ পায়নি পুলিশ। এই ঘটনার পর থেকে ওই মসজিদ চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর।

উল্লেখ্য, রিয়াজ আহমেদ লস্করের শীর্ষ কমান্ডারদের মধ্যে অন্যতম। অতীতে একাধিকবার কাশ্মীরে জিহাদি হামলা হয়েছিল তাঁর নেতৃত্বে। কাশ্মীরে হিন্দু পন্ডিতদের টার্গেট করে হত্যা করার পিছনে তাঁর নাম উঠে এসেছিলো। এই বছরের জানুয়ারি মাসে ধানগিরি এলাকায় এবং জুন মাসে ধাঙ্গরি এলাকায় হামলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে যাওয়ায় তাঁর নাগাল পায়নি সেনা। শেষ পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো শীর্ষ লস্কর কমান্ডার রিয়াজ আহমেদের।