হিন্দু নাবালিকা ও তরুণীদের অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করার ঘটনা তো ছিলই। এবার একটি হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটলো। উন্মত্ত ইসলামিক মৌলবাদীরা মন্দিরে হামলা চালায় এবং যথেচ্ছ ভাঙচুর চালায়। গত ২১শে জানুয়ারি ঘটনাটি ঘটে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালকান্দ জেলার একটি হিন্দু মন্দিরে।
জানা গিয়েছে, মালকান্দ জেলার দরগাই তেহসিল এলাকায় একটি হিন্দু মন্দির রয়েছে। ওইদিন একদল ইসলামিক মৌলবাদী হিন্দু মন্দিরে হামলা চালায়। তাঁরা মন্দিরের ভিতরে থাকা মূর্তিটি ভাঙচুর করে। এছাড়াও মন্দিরের ভিতরে থাকা অন্যান্য জিনিস ভাঙচুর করে ফেলে দেয়।
মন্দিরে হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছে ‛হিন্দু সিন্ধু’ নামে একটি সংগঠন। সংগঠনটির তরফে অভিযোগ করা হয়েছে যে পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুদের জন্য ন্যূনতম অধিকারটুকুও নেই। বারবার হিন্দুরা নির্যাতিত হলেও সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে হিন্দুদের নিরাপত্তায় কোনও পদক্ষেপ নেওয়া হয় না। পাকিস্তানের সরকার হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে, এমন অভিযোগ করেছে সংগঠনটি।