বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোলি(Holi) উদযাপন করায় হিন্দু ছাত্রদের বেধড়ক মারধর করলো মুসলিম ছাত্ররা। মুসলিম ছাত্রদের মারধরে আহত হয়েছেন ১৫ জন হিন্দু ছাত্র। ঘটনা পাকিস্তানের লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের।
খবর অনুযায়ী, গত ৬ই মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় ৩০ জন হিন্দু ছাত্র হোলি উদযাপন করছিলেন। সেই সময় ছাত্র সংগঠন ‘ইসলামী জমিয়ত তুলবা’ নামে সংগঠনের ছাত্ররা হিন্দু ছাত্রদের বাধা দেয়। তা নিয়ে হিন্দু ছাত্রদের সঙ্গে বচসা শুরু হয় মুসলিম ছাত্রদের। তারপরই হিন্দু ছাত্রদের মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনায় ক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা ফের ওই হিন্দু ছাত্রদের মারধর করে অফিসের সামনে থেকে তাড়িয়ে দেয়।
ইতিমধ্যে হিন্দু ছাত্রদের মারধর করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে হিন্দু ছাত্রদের মারধর করা হচ্ছে।
সিন্ধু কাউন্সিল নামে একটি ছাত্র সংগঠন হিন্দু ছাত্রদের উপরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের সম্পাদক কাশিফ ব্রহি বলেন যে হোলি উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেওয়া হয়েছিল। তারপরে যেভাবে হামলা চালানো হয়েছে, তা নিন্দনীয়। বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের উচিত অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জানান কাশিফ।