ওড়িশার ট্রেন দুর্ঘটনা: পলাতক সিগন্যালিং-এর দায়িত্বে থাকা জুনিয়র ইঞ্জিনিয়ার আমির খান, খুঁজছে সিবিআই



Updated: 20 June, 2023 7:25 am IST

ওড়িশার বলেশ্বরের ট্রেন দুর্ঘটনার তদন্তভার হাতে নিয়ে সিবিআই। তদন্তের শুরু থেকেই বাহানাগা স্টেশনের স্টেশন মাস্টার থেকে শুরু করে অন্যান্য কর্মীদের লাগাতার জেরা করেছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। আর এবারে সেই তদন্তে নেমে সিগন্যালিং সিস্টেমের বেনিয়ম পেলেন আধিকারিকরা।

ম্যানুয়ালি সিগন্যালিং সিস্টেমের পরিবর্তন করা হয়েছিল বলে খবর। কিন্তু সেই দায়িত্বে থাকা জুনিয়র ইঞ্জিনিয়ার আমির খান পলাতক। এমনকি তাঁর বাড়ি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তদন্তকারীদের। কারণ বাড়িতে তালা লাগানো এবং বাড়ির সকলেই পলাতক।

সিবিআই সূত্রে খবর, ওড়িশার সোরো, কেন্দাপড়া, বাহানাগা বাজারে সিগন্যাল ও রিলে রুমের দায়িত্ব ছিল খড়গপুর ডিভিশনের সিগন্যাল বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আমির খানের ওপর। সোরো থানার করমপুরে ভাড়া থাকতেন আমির। করমণ্ডল বিপর্যয়ের পর থেকেই তিনি পলাতক। তাঁর খোঁজেই গতকাল ডানকুনি ও পূর্ব মেদিনীপুরে অভিযান চালায় সিবিআই। 

প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনার পর প্রথম সিবিআই যখন তদন্ত শুরু করে, সেই সময়ে একবার জুনিয়র ইঞ্জিনিয়ার আমির খানকে জেরা করেছিলেন গোয়েন্দারা। তদন্তে সহযোগিতা করার জন্য ভবিষ্যতে তাকে প্রয়োজন হতে পারে বলে জানিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু পরে যখন সিবিআই গোয়েন্দাদের সিগন্যালিং-এর সমস্যা নজরে আসে, ততক্ষনে বাড়ি ছেড়ে নিখোঁজ আমির খান। এখন তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

https://twitter.com/ANI/status/1671068782624935938?s=20

UPDATE: After the media reported that JE Amir Khan was absconding, CPRO South Eastern Railways refuted the media reports. This report, which was based on Wion News, Business Standard and others has been updated to reflect the latest information.

Important: CBI has not given any clarification or official statement yet.

Balasore train accident | “A few media reports are coming in that a Bahanaga staff is absconding and missing. This is factually incorrect. The entire staff is present & a part of inquiry. They are appearing before agency,” said Aditya Kumar Chaudhary, CPRO South Eastern Railway.