নাইজেরিয়া: উঠলো ‘আল্লাহু আকবর’ স্লোগান, পাথর ছুঁড়ে হত্যা করা হলো মুসলিম ব্যক্তিকে



Updated: 26 June, 2023 1:44 pm IST

নবী মহম্মদের অবমাননার অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যা করা হলো। আর পাথর ছুঁড়তে দেখা গেলো ছোট ছোট শিশুদেরকেও। ঘটনার ভিডিও ভাইরাল বিশ্বজুড়ে। ঘটনা নাইজেরিয়ার সোকোতো শহরের।

জানা গিয়েছে, খুন হওয়া ব্যক্তির নাম উসমান বুদা। তাঁর আব্বাতৈর এলাকায় একটি মাংসের দোকান ছিল। গত ২৫শে জুন, একদল ব্যক্তি কথা রটিয়ে দেয় যে উসমান বুদা, নবী মহম্মদ সম্বন্ধে কটু কথা বলেছে। তারপরই উন্মত্ত মুসলিম জনতা তাকে তাঁর দোকান থেকে টেনে আনে।

(Warning: disturbing footage)

https://twitter.com/MairoEnoch/status/1673021863352516608?t=hv74lax-3WqLKOvdKhUzQw&s=19

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে একদল উন্মত্ত জনতা ঘিরে ধরেছে তাকে। ঘন ঘন দেওয়া হচ্ছে ‘আল্লাহু আকবর’ স্লোগান। চারপাশের লোকজন উসমানকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হওয়া উসমান ওঠার চেষ্টা করছেন, কিন্তু আবার পড়ে যাচ্ছেন। ছোট ছোট শিশুরাও মেতে উঠেছে নৃশংসতায়। উসমানকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে ছোট ছোট শিশুরা, দেখা গিয়েছে ভিডিওতে।

পরে সোকোতো শহরের পুলিশের তরফে একটি বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে জানানো হয় যে নবী মহম্মদকে অবমাননা করার অভিযোগে এক ব্যক্তিকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ, কিন্তু ততক্ষণে সকলে পালিয়ে গিয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

প্রসঙ্গত, সোকোতো শহরে এমন ঘটনা প্রথম নয়। এর আগে এই শহরে এক খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হত্যা করার পর পুড়িয়ে হত্যা করার ঘটনা ঘটেছিল। ইসলাম অবমাননার অভিযোগে কলেজ ছাত্রী ডেবরা স্যামুয়েলকে পিটিয়ে হত্যা করে তাঁরই সহপাঠীরা। তারপর তার দেহ পুড়িয়ে দেয়।