NIA জানিয়েছে, মাজ মুনির আহমেদ (২৩) এবং সৈয়দ ইয়াসিন(২২) দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 121A ও 122 of the IPC, 1860, sections 18, 188, 20, and 38 of the UA (P) Act, 1967, along with sections 4 I & 5 of the ES Act, 1908, and section 2 of the Prevention of Insults to National Honour Act, 1971 ধারায় চার্জ গঠন করা হয়েছে।
NIA আরও জানিয়েছে, ধৃত দুই জঙ্গি অনলাইন প্লাটফর্মে খুব সক্রিয় ছিল। বিদেশে থাকা ইসলামিক স্টেটের হ্যান্ডলারের পরিকল্পনা অনুযায়ী নাশকতা করতে প্রস্তুতি নিয়েছিল মাজ আহেমদ ও সৈয়দ ইয়াসিন। নাশকতা ঘটানোর লক্ষ্যে বিস্ফোরক এবং অন্যান্য সামগ্রী কিনেছিল দুইজন। প্রয়োজনীয় অর্থ ক্রিপ্টো কারেন্সি ওয়ালেটের মাধ্যমে ধৃতদের কাছে পাঠিয়েছিল বিদেশে থাকা ইসলামিক স্টেটের হ্যান্ডলার।
NIA আরও জানিয়েছে যে ধৃতরা শিবামোগার ভারাহী নদীর পাশের জঙ্গলে IED বোমার পরীক্ষা করেছিল। এমনকি নিজেদের বিশ্বস্ততা প্রমাণ করতে ভারতের জাতীয় পতাকা পোড়ায় ধৃতরা এবং সেই ঘটনার ভিডিও রেকর্ড করে। এমনকি নিজদের পরিচিত মুসলিম যুবকদের ইসলামিক স্টেটে যোগ দিতে মগজধোলাই করছিল ধৃত দুইজন।