যতদিন যাচ্ছে, হিন্দু রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জোরালো হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র নেপালে(Nepal)। এবারে সেই দাবিতে দেশজুড়ে দানা বাঁধছে আন্দোলন। দেশটির ছোট বড় শহরগুলিতে চলছে লাগাতার বিক্ষোভ সমাবেশ।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই হিন্দু রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশজুড়ে প্রচার চালাচ্ছে বেশ কয়েকটি সংগঠন। সেই সংগঠনগুলি মিলিতভাবে গতকাল রাজধানী কাঠমান্ডুতে জমায়েতের ডাক দেয়। সেই জমায়েতে বিশাল সংখক মানুষের উপস্থিতি নতুন করে আশার আলো দেখাচ্ছে দেশটির জনতাকে।
সমাবেশে দেওয়া ভাষণে বলা হয় যে গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ভালো নেই নেপালের সাধারণ জনগণ। দূর দুরান্তের গ্রামাঞ্চলের মানুষের কাছে পরিষেবা পৌঁছাচ্ছে না। সাধারণ মানুষ আজ দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। তাই দেশে হিন্দু রাজতন্ত্র ফিরে আসুক, সংবিধানে হিন্দু রাষ্ট্রের স্বীকৃতি স্থান পাক, এমন দাবি ওঠে সমাবেশ থেকে।
এছাড়াও, গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে মুসলিম অনুপ্রবেশ ও গো হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় সমাবেশ থেকে। বলা হয় যে হিন্দুদের শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। যত্রতত্র গো হত্যা করা হচ্ছে। হিন্দুদের শ্রদ্ধায় আঘাত লাগলেও তা নিয়ে উদাসীন দেশের শাসক। তাই ধর্ম রক্ষা করতে দেশে হিন্দু রাষ্ট্রের পুনঃপ্রতিষ্ঠা হোক, দাবি তোলা হয় সমাবেশ থেকে।