রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা হানা দিলো মন্দিরে। একটি দুটি নয়, একই রাতে পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটলো(Theft in Hindu temple)। গতকাল অর্থাৎ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত তারাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
খবর অনুযায়ী, রাতের অন্ধকারের সুযোগে তারাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গাজীপুর, কাশীনাথপুর এবং তারাপুর গ্রামের মোট পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। কালী মন্দির এবং শনি মন্দির সমেত মোট পাঁচটি মন্দির থেকে মূল্যবান গহনা এবং প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়। মন্দিরের ভিতরে থাকা পূজার উপাচার ও অন্যান্য জিনিসপত্র তছনছ করা হয়।
আজ সকালে মন্দিরের পূজারী এসে দেখেন যে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চুরির কথা ছড়িয়ে পড়ে। অনেকেই এমন ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন। একই রাতে পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটায় অনেকেই বলছেন যে এই কাজ পরিকল্পিতভাবে কোনও একটি দুষ্কৃতীদের দল ঘটিয়েছে। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
Image Credits: এই সময়