মায়ানমার: রোহিঙ্গা মুসলিমদের আক্রমণে দিশেহারা হিন্দু ও বৌদ্ধরা, পুড়লো ৫ হাজার বাড়ি



Updated: 21 May, 2024 7:33 am IST

ফের সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত মায়ানমারের রাখাইন প্রদেশ। নতুন করে শক্তি সঞ্চয় করে রাখাইন প্রদেশের একাধিক এলাকায় মাথা চাড়া দিয়েছে রোহিঙ্গা মুসলিমদের জিহাদী গোষ্ঠী আরসা। আর তাদের সেই হিংসার বলি হচ্ছেন নিরীহ হিন্দু ও বৌদ্ধরা।

এক রিপোর্ট অনুযায়ী, এপ্রিল মাসের শেষের দিকে, রাখাইন প্রদেশের হিন্দু ও বৌদ্ধদের উপরে আক্রমণ চালায় রোহিঙ্গা মুসলমানরা। বাড়িঘরে ভাঙচুর চালিয়ে লুটপাট করার পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কে পালিয়ে গিয়েছেন বাসিন্দারা। ফলে শূন্য পড়ে রয়েছে গ্রামের পর গ্রাম।

খবর অনুযায়ী, রোহিঙ্গা মুসলমানদের আক্রমণে প্রায় ১০,০০০ হিন্দু ও বৌদ্ধ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে ৫,০০০ বাড়ি। আক্রান্ত হিন্দু ও বৌদ্ধরা পাশের বুথিডং এলাকায় আশ্রয় নিয়েছেন। আপাতত বুথিডং অঞ্চলে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তাঁরা।

উল্লেখ্য, বুথিডং শহরটি একটি উপজাতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে আপাতত শহরটি নিরাপদ।

প্রসঙ্গত, মায়ানমারে সরকার ও একাধিক উপজাতি গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। আর সেই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে রোহিঙ্গা মুসলমানরা। অতীতে রাখাইন প্রদেশ থেকে প্রায় ১০ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন। পরে সেখান থেকে বহু রোহিঙ্গা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। সেই সব রোহিঙ্গাদের জন্য বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন চোখের জল ফেললে রাখাইন প্রদেশের অত্যাচারিত হিন্দু ও বৌদ্ধ জনগোষ্ঠী উপেক্ষিত থেকে গিয়েছেন।