হিন্দু ধর্ম গ্রহণের পর রোশনি বেগম হলেন রিদ্ধী গুপ্তা



Updated: 22 April, 2023 1:47 pm IST

উত্তর প্রদেশের বরেলিতে একজন মুসলিম মহিলা স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করলেন। রোশনি বেগম নামে ওই মুসলিম মহিলা হিন্দু ধর্ম গ্রহণের পর নতুন নাম নিলেন রিদ্ধী গুপ্তা। গতকাল ২১শে এপ্রিল, শুক্রবার বরেলির অগস্ত্য মুনি আশ্রমে রোশনি তাঁর প্রেমিক শিবম গুপ্তাকে বিয়ে করেন।

বিয়ের পরে রোশনি ওরফে রিদ্ধী একটি ভিডিও জারি করেন। সেই ভিডিওতে রিদ্ধী বলেন যে সে স্বেচ্ছায় তাঁর প্রেমিককে বিয়ে করেছে এবং হিন্দু ধর্ম গ্রহণ করেছে। তাকে যেনো বিরক্ত না করা হয়, এমন আবেদন নিজের পরিবারের কাছে করে সে।

উল্লেখ্য, রোশনি আদতে বদাউনের বাসিন্দা। একই এলাকার বাসিন্দা শিবম গুপ্তা। দীর্ঘদিন দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের পর দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। শিবমের পরিবার এই বিয়েতে রাজি থাকলেও সবটা জানার পর বিয়েতে রাজি হননি তাঁর পরিবার, জানান রোশনি। শেষমেষ বাড়ি ছেড়ে প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নেন রোশনি। শুদ্ধির মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করে শিবমকে বিয়ে করেন রোশনি।

https://twitter.com/STVRahul/status/1649433966498447361?s=20

এদিকে বিয়ের পর যথেষ্ট খুশি দেখাচ্ছিল রোশনি ওরফে রিদ্ধিকে। একটি ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে বিয়ের পর আনন্দে নাচছেন রোশনি রিদ্ধি।

উল্লেখ্য, বরেলীর অগস্ত্য মুনি আশ্রম বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে। অতীতে ৬৪ জন মুসলিম মেয়ে এই আশ্রমে শুদ্ধি যজ্ঞের মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং তাদের হিন্দু প্রেমিককে বিয়ে করেছেন। আর এ নিয়ে ইসলামিক মৌলবাদীদের নিশানায় রয়েছে অগস্ত্য মুনি আশ্রম, জানিয়েছেন আশ্রমের প্রধান মহন্ত শঙ্খধর মহারাজ।