নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ালেন ভরতপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির। নাম না করে হিন্দুদের দেখে নেওয়ার হুমকি দিলেন তিনি।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হুমায়ূন কবিরের ভিডিও। সেই ভাইরাল ভিডিওর ছত্রে ছত্রে রয়েছে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা। প্রতিটি বক্তব্যে ফুটে উঠেছে ঘৃণার বিষ।
উল্লেখ্য, গত বুধবার মুর্শিদাবাদ জেলার শক্তিপুরের কামনগরে জনসভা করেন তৃণমূল বিধায়ক হুমায়ূন। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে জেলার হিন্দুদের হুমকি দেন বলে অভিযোগ। বক্তব্য দিতে গিয়ে হুমায়ূন বলেন যে এখানে তোমরা ৩০ শতাংশ, আর আমরা ৭০ শতাংশ।
মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যালঘু। জেলায় হিন্দু জনসংখ্যা ৩০ শতাংশের আশেপাশে। এই জেলায় মুসলিম জনসংখ্যা বেশি। ফলে ৩০ শতাংশ শব্দের ব্যবহারের মধ্যে দিয়ে হুমায়ূন যে হিন্দুদের বুঝিয়েছেন তা বলাই বাহুল্য।
তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির বলেন, “দুই ঘণ্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথীর গঙ্গায় ফেলতে না পারি, রাজনীতি থেকে সরে যাবো। মনে রেখো, মুর্শিদাবাদে তোমরা ৩০ শতাংশ, আমরা ৭০।”
এদিকে এমন ভাষণ ঘিরে আতঙ্কে জেলার হিন্দু সংখ্যালঘুরা। কারণ পূর্বে সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা। প্রশাসনের হস্তক্ষেপে সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু খোদ তৃণমূল বিধায়কের এমন উস্কানিমূলক ভাষণে নতুন করে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
এদিকে ঘটনা নিয়ে সরব হয়েছে জেলার বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফে জানানো হয়েছে যে তাঁরা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন।
তবে এত কিছুর পরেও তৃণমূলের তরফে কিংবা বিধায়ক হুমায়ূন কবিরের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।