গ্রামের মন্দিরের পবিত্রতা রক্ষায় সরব হলেন হিন্দু গ্রামবাসীরা। তাদের অভিযোগ, মন্দির কমিটির সঙ্গে কোনো আলোচনা না করেই মন্দিরের সামনে দিয়ে নিকাশিনালার নির্মাণ করছে করছে পঞ্চায়েত। আর এতে মন্দিরের সুন্দর-স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি মন্দিরের পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। ইতিমধ্যে নিকাশিনালা নির্মাণের কাজ বন্ধ করার দাবিতে বিডিও মহাশয়কে লিখিত আবেদন জানিয়েছেন হিন্দু গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীহট্র গ্রামে একটি প্রাচীন কালী মাতার মন্দির রয়েছে। আর সেই মন্দিরের সামনেই মাত্র ৫-৬ ফুট দূরত্বে একটি নিকাশিনালা নির্মাণ করছে পঞ্চায়েত। আর নিকাশিনালার নির্মাণ হলে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে বলে মনে করছেন হিন্দু গ্রামবাসীরা।
News from #Murshidabad district of #WestBengal
— Hindu Voice (@HinduVoice_in) December 18, 2023
Panchayat is building a sewage drain in front of the ancient Kali Mata temple. Hindu villagers of Srihatta village are angry. They submitted complaint to B.D.O. and demanded to stop the work. Srihatta village is under Burwan PS. pic.twitter.com/jWPj9RyP4g
বিডিওকে দেওয়া অভিযোগে লেখা হয়েছে, “……. মা কালীর বেদী টি চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা আছে। এবং মন্দিরের সামনে ৭-৮ ফুট দূরত্বে মুসলিম পাড়া গামী একটি ঢালাই রাস্তা গিয়েছে। মায়ের মন্দির ও ঢালাই রাস্তার ঠিক মাঝামাঝি অর্থাৎ পবিত্র মন্দিরের সামনে মাত্র ৫-৬ ফুট দূরত্বে সাবলপুর গ্রাম পঞ্চায়েত বর্তমানে একটি পাকা রাস্তার টেন্ডার পাশ করেছে। এবং ড্রেনের নির্মাণ কার্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই ড্রেনটি কালী মন্দির পর্যন্ত টেনে নিয়ে আসা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। পবিত্র মন্দিরের কাছে অপ্রয়োজনীয় এই ড্রেনটি সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে তৈরী করা হচ্ছে এবং জল নিকাশির কোনোরূপ সুব্যবস্থা নেই। যার ফলস্বরূপ মুসলিম পাড়া থেকে আগত গৃহস্থালী ও পায়খানা-বাথরুমের নোংরা জল ঠিক পবিত্র কালী মন্দিরের সামনেই জমা হবে যাতে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে এবং ড্রেনের জল নিকাশি না হলে ড্রেনে জল জমে পরিবেশের স্নিগ্ধতা বিঘ্নিত হবে এবং নানা প্রকার রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানিয়েছেন যে ইচ্ছাকৃতভাবে মন্দিরের সামনে দিয়ে নিকশিনালা নির্মাণ করা হচ্ছে। একটি মন্দির আছে, সে কথা মাথায় না রেখে নিকাশি নালা নির্মাণ করা হচ্ছে। এতে মন্দিরের পবিত্রতা নষ্ট হতে পারে। চক্রান্ত করে মন্দিরটিকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
প্রসঙ্গত, শ্রীহট্ট গ্রামের এই কালী মন্দিরে অতীতে হামলা হয়েছিল। কয়েকমাস আগে দুজন দুষ্কৃতী এই মন্দিরের মা কালীর প্রতিমার মাথা কেটে ফেলে দিয়েছিলো। সেই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তারপর মন্দিরের সামনে নিকাশিনালা নির্মাণ করা নিয়ে হিন্দু গ্রামবাসীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে।