মুর্শিদাবাদ: এক মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি লাভ জিহাদের শিকার হিন্দু নাবালিকা



Updated: 20 May, 2023 4:03 pm IST

এক মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি লাভ জিহাদের শিকার এক হিন্দু নাবালিকা। ঘটনা মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকার। মেয়েকে দ্রুত উদ্ধারের আবেদন জানিয়েছেন নাবালিকার মা।

জানা গিয়েছে, ওই নাবালিকার নাম সুস্মিতা হালদার(নাম পরিবর্তিত)। তাঁর বয়স ১৬ বছর। সে দৌলতাবাদ অঞ্চলের ঘোষপাড়ার বাসিন্দা। তাঁর পিতা দিন মজুর হিসেবে কাজ করেন।

ওই নাবালিকার মায়ের অভিযোগ, স্থানীয় এক যুবক শাকির শেখ তাঁর মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। পরে তিনি থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও পুলিশ মেয়েকে উদ্ধার করতে পারেনি, অভিযোগ তাঁর।

নাবালিকার মায়ের আরও অভিযোগ, বারবার পুলিশের কাছে গেলে পুলিশ জানায় যে তাঁরা উদ্ধারের চেষ্টা করছেন। এদিকে মেয়ে উদ্ধার না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই নাবালিকার পরিবার। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় হিন্দুদের মধ্যেও। পুলিশের আরও সক্রিয় হওয়া উচিত এবং দ্রুত ওই নাবালিকাকে খুঁজে বের করার দাবি জানান তাঁরা।