বাগেশ্বর ধামে পিস্তল নিয়ে প্রবেশ করার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মধ্য প্রদেশ পুলিশ। ধৃতের নাম রাজ্জান খান। কী কারণে ওই ব্যক্তি পিস্তল নিয়ে ধামে এসেছিলেন, তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার মধ্যপ্রদেশের ছাতারপুরের বাগেশ্বর ধামের ‘পরিক্রমা মার্গ’ এলাকায় ভক্তদের ভিড় ছিল। সেই সময় এক ভক্ত লক্ষ্য করেন যে এক ব্যক্তি পিস্তল হতে নিয়ে দাঁড়িয়ে আছে। পিস্তল দেখে মুহুর্তের মধ্যে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো ধামে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় ধামে থাকা পুলিশকর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। তাঁর কাছে থাকা পিস্তল বাজেয়াপ্ত করা হয়। পরে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে পুরো ধামে তল্লাশি চালায়।
জেরায় ওই ব্যক্তি জানায় যে তাঁর নাম রাজ্জান খান। সে মধ্য প্রদেশের শিবপুরী জেলার ইন্দ্রপুরী কলোনির বাসিন্দা। পুলিশ জানিয়েছে যে ধৃতের কাছ থেকে একটি দেশী পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি পিস্তল নিয়ে ধামে এসেছিলেন, তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
এদিকে এমন ঘটনায় নড়েচড়ে বসেছে মধ্য প্রদেশ পুলিশ। ধামের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আগত পুণ্যার্থীদের উপরেও নজর রাখা হচ্ছে বলে খবর।