মণিপুরে মেইতেই হিন্দুদের গনহত্যা: স্বাধীনতা সংগ্রামী চূড়াচাঁদ সিংয়ের স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা



Updated: 24 July, 2023 7:24 pm IST

মণিপুরে মেইতেই হিন্দুকে নৃশংসভাবে হত্যা করার একটি ঘটনা সামনে এসেছে। স্বাধীনতা সংগ্রামী চূড়াচাঁদ সিংয়ের স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। খুন ওই মহিলার নাম এস ইবেটোম্বি(৮০)। গত ২৮শে মে ওই বৃদ্ধা মহিলাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে কুকি উগ্রপন্থীরা।

জানা গিয়েছে, কাকচিং জেলার সেরোউ গ্রামে বাস করতেন এস ইবেটোম্বি। তাঁর স্বামী এস চূড়াচাঁদ সিং ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। এর জন্য প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম তাকে সংবর্ধনাও দিয়েছিলেন।

খুন হওয়া এস ইবেটোম্বির নাতি প্রেমকান্ত সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন যে গত ২৮শে মে তারিখ সকালে তাদের গ্রামে হামলা চালায় সশস্ত্র কুকি উগ্রপন্থীরা। গ্রামের সব বাসিন্দা মেইতেই হিন্দু। গ্রামের বাড়িঘর লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে কুকি উগ্রপন্থীরা। গ্রামের বাকিদের মতো তাদের পরিবারের সকলে বাড়ি ছেড়ে পালিয়ে যান, জানিয়েছেন প্রেমকান্ত। কিন্তু বৃদ্ধা ইবেটোম্বি বাড়ি ছেড়ে যেতে চাননি; বলেন যে হামলা থামলে যেনো সবাই বাড়িতে ফিরে আসে।

ছবি: এই বাড়িতেই পুড়িয়ে হত্যা করা হয় ইবেটোম্বিকে(Credits: NDTV)

এর পরে যখন প্রেমকান্ত ফিরে এসে দেখেন যে তাদের বাড়ির বাইরের থেকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই আগুনে জীবন্ত পুড়ে মারা গিয়েছেন তাঁর ঠাকুরমা এস ইবেটোম্বি। সেই সঙ্গে পুড়ে গিয়েছে তাঁর সমস্ত অবলম্বন স্বাধীনতা সংগ্রামী স্বামীর মানপত্র, রাষ্ট্রপতির সঙ্গে থাকা ছবি।

এই ঘটনা গত ২৮শে মে ঘটলেও সদ্য সামনে এসেছে। সংবাদ মাধ্যমের সামনে ঘটনার কথা তুলে ধরেন খুন হওয়া ওই মহিলার নাতি। তখনই ওই নৃশংস ঘটনার কথা জানতে পারে সারা বিশ্ব। বর্তমানে আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন প্রেমকান্ত ও তাঁর পরিবার।