মণিপুর: ৩৭ বছর বয়সী মেইতেই মহিলাকে গণধর্ষণ, অভিযোগ কুকিদের বিরুদ্ধে, জিরো এফআইআর দায়ের



Updated: 10 August, 2023 4:04 pm IST

মণিপুরে ধর্মীয় সংখ্যালঘু মেইতেই হিন্দুদের উপরে কুকি জঙ্গিদের দ্বারা নির্যাতনের একের পর এক ঘটনা সামনে আসছে। এবারে এক মেইতেই হিন্দু মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ সামনে এলো। ৩৭ বছর বয়সী এক মেইতেই হিন্দু মহিলার অভিযোগ, গত ৩রা মে চূড়াচাঁদপুরে তাকে গণধর্ষণ করে পাঁচ-ছয় জন কুকি জঙ্গি। সেই অভিযোগ সামনে আসার পরই জিরো এফআইআর দায়ের করেছে পুলিশ।

উল্লেখ্য, ঘটনার পর থেকেই ওই নির্যাতিতা মেইতেই মহিলা বিষ্ণুপুরে রয়েছেন। নিজের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে কুকি উগ্রপন্থীরা। ফলে ওই মেইতেই মহিলা বিষ্ণুপুর মহিলা থানায় এফআইআর দায়ের করেন। পরে সেই অভিযোগ তদন্তের জন্য চূড়াচাঁদপুর মহিলা থানায় স্থানান্তরিত করা হয়েছে। চূড়াচাঁদপুর মহিলা থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

ছবি: FIR কপি

ওই মেইতেই হিন্দু মহিলা জানিয়েছেন যে গত ৩রা মে তাদের গ্রাম আক্রমণ করে কুকি উগ্রপন্থীরা। তাদের ঘরবাড়ি ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলে কুকিরা, অভিযোগ ওই মেইতেই মহিলার। তারপর পাঁচ-ছয় জন তাকে গণধর্ষণ করে এবং মাঠে ফেলে পালিয়ে যায়। পরে বিষ্ণুপুরে আশ্রয় নেন ওই মহিলা।

এদিকে এই গণধর্ষণের ঘটনা সামনে আসতেই দোষীদের গ্রেপ্তার করার দাবিতে সরব হয়েছেন মেইতেই মহিলাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘মেইরা পাইবি’। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন