মুসলিম অত্যাচারী শাসক টিপু সুলতানের স্মরণে নির্মিত বেআইনি স্মৃতিসৌধ ভেঙে গুঁড়িয়ে দিলো প্রশাসন। স্থানীয় মানুষদের অভিযোগ পাওয়ার পর এমন পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়েছে ধুলে প্রশাসনের তরফে।
জানা গিয়েছে, ধুলে শহরের বাইপাস সংলগ্ন এলাকায় প্রায় ১০০ ফিট দীর্ঘ একটি চৌরাস্তা রয়েছে। বিগত সরকারের শাসনকালে সেই চৌরাস্তার মাঝখানে টিপু সুলতানের নামাঙ্কিত একটি স্মারক স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় মিম(AIMIM) বিধায়ক ফারুক আনোয়ার শাহ। স্থানীয় মানুষরা অনেকেই আপত্তি করলেও সেসবে পাত্তা দেননি কেউ।
তবে মহারাষ্ট্রে সরকার বদলের পর থেকেই ওই স্মৃতিসৌধ সরানোর জন্য উদ্যোগী হন স্থানীয় হিন্দুদের একাংশ। তাদের তরফে মহারাষ্ট্র সরকারের উপমুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশকে কোথায় চিঠি লেখা হয় এবং ওই সৌধ সরানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে চিঠি দেওয়া হয় স্থানীয় পৌরসভা এবং কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রকেও।
তারপরই গত ৮ই জুন ভোররাতে ধুলে পৌরসভার তরফে ওই স্মৃতিসৌধ ভেঙে ফেলা হয়। বর্তমানে নির্মাণের নিচের কিছু অংশ এখনও রয়েছে। সেটাও সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।