এবার লাভ জিহাদ, গো-হত্যা এবং জোর করে ধর্মান্তরিত করার বিরুদ্ধে পথে নামলেন মহারাষ্ট্রের হিন্দুরা। হিন্দু বিরোধী এইসব চক্রান্ত বন্ধ আইন প্রণয়নের দাবি জানিয়ে বিরাট মিছিলে শামিল হলেন তাঁরা। আর সেই মিছিলে পা মেলালেন হাজার হাজার হিন্দু জনতা।
উল্লেখ্য, লাভ জিহাদ, গো-হত্যা এবং ধর্মান্তরনের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে মহারাষ্ট্রের হিন্দু সংগঠন ‘সকল হিন্দু সমাজ’। তাদের ডাকে গতকাল ২২শে জানুয়ারি, রবিবার হিন্দুদের বিরাট মিছিল হয়। ওই মিছিল কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘হিন্দু জন আক্রোশ মোর্চা’।
গতকাল সেই মিছিল পুনের লাল মহল এলাকা থেকে শুরু হয় এবং ডেকান এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ‘সকল হিন্দু সমাজ‘ সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রচুর সংখ্যক স্থানীয় হিন্দু জনতা অংশ নেন। সকলের উৎসাহপূর্ণ যোগদানের ফলে বিশাল আকার ধারণ করে মিছিল। হাতে গেরুয়া পতাকা নিয়ে স্লোগান ওঠে লাভ জিহাদ, গো হত্যা এবং ধর্মান্তরন বন্ধ করতে আইন প্রণয়ন করুক সরকার।
সংগঠনটির তরফে জানানো হয়েছে যে আগামীদিনে এমন মিছিল রাজ্যের অন্যান্য প্রান্তেও অনুষ্ঠিত হবে। হিন্দুদের সুরক্ষায় আইন প্রণয়ন করুক সরকার, এটাই তাদের দাবি।