গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ জন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো পুলিশ(Bangladeshi muslim infiltrators arrested)। ধৃতরা প্রথমে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে দাবি করলেও কোনও নথিপত্র দেখাতে পারেনি। পুলিশ জানায়, ওই বাংলাদেশিরা প্রায় এক বছরের বেশি সময় ধরে থানেতে বসবাস করছিল।
জানা গিয়েছে, গত ১লা মার্চ তারিখে গোপন সূত্রে মুম্বই পুলিশের কাছে খবর আসে যে নবী মুম্বইয়ের একটি বাড়িতে কিছু বাংলাদেশি নাগরিক জড়ো হবে। এও খবর আসে যে ওই বাড়িতে এক বাংলাদেশি নাগরিকের বিবাহ বার্ষিকী উপলক্ষে তাঁরা জড়ো হবে। সেই খবরের ভিত্তিতে ঘনসোলি এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। সেখান থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
পরে ধৃতদের জেরা করে শহরের বিভিন্ন এলাকায় থাকা আরও কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীর খোঁজ পায় পুলিশ। পরে গত ২রা মার্চ তাদেরকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের তরফে জানানো হয় যে মোট ১৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং ৮ জন পুরুষ। ধৃতরা পাসপোর্ট-ভিসা ছাড়াই এক বছরের বেশি সময় ধরে থানেতে বসবাস করছিল।
পুলিশের তরফে আরও জানানো হয় যে ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে “The Foreigners Act, 1946” এবং “The Passport Rules, 1950” আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ভারতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের স্রোত অব্যাহত। গত ১লা মার্চ তারিখে ত্রিপুরার আগরতলা রেল স্টেশন থেকে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলো রাসেল আলী, আব্দুল লিটন এবং মহম্মদ আসিফ। তার আগে গত ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে মুর্শিদাবাদে দুই জন বাংলাদেশিকে অনুপ্রবেশের দায়ে আটক করে বিএসএফ। ধৃত মহম্মদ সিফাত আলী(২৪) এবং মহম্মদ শরিফুল(২৬) বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা।