লাদাখ: বৌদ্ধ নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ জুলফিকার আলী



Updated: 12 April, 2023 4:42 am IST

১২ বছর বয়সী এক বৌদ্ধ নাবালিকাকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে সৈয়দ জুলফিকার আলী শাহ(৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করার পাশাপাশি পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষনের শিকার নাবালিকা

স্কুল থেকে ফেরার পথে ধর্ষনের শিকার হয় নাবালিকা

জানা গিয়েছে, লেহ-এর ফোটাং এলাকার বাসিন্দা ওই বৌদ্ধ নাবালিকা রোজ বাসে করে কিংবা পায়ে হেঁটে স্কুলে যাওয়া আসা করতো। ঘটনার দিন অর্থাৎ ২৯শে মার্চ স্কুল শেষ হওয়ার পর সাড়ে চারটা নাগাদ হেঁটে ফিরছিল সে। সেই সময় রাস্তায় একটি স্যান্ত্রো গাড়িতে লিফট নেয় সে। কিন্তু গাড়ির চালক তাকে গ্রামের সামনে ছেড়ে দেওয়ার বদলে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

ধর্ষনের পর চলে অমানুষিক নির্যাতন

হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকার বয়ান অনুযায়ী, ধর্ষনের পর তাকে খুনের চেষ্টা করে ওই ব্যক্তি। তাঁর কথায়, ধর্ষণ করার পর পড়ে থাকা পাথর দিয়ে বারবার মাথায় ও মুখে আঘাত করে অভিযুক্ত। একসময় পাথরের আঘাতে লুটিয়ে পড়ে সে এবং জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে দেখে যে সে রাস্তা থেকে নিচে একটি গর্তে পড়ে রয়েছে। পরে সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরে আসে। পরে বাড়ির লোক তাকে হাসপাতালে ভর্তি করে।

৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত জুলফিকার আলী

পুলিশের ADGP এসএস খান্ডারে জানান, ‘গত বুধবার রাত সাড়ে আটটা নাগাদ লেহ শহরের মহিলা থানায় SNM হাসপাতাল থেকে একটি ফোন আসে। বলা হয় যে হাসপাতালে একজন নাবালিকাকে তাঁর বাড়ির লোক চিকিৎসার জন্য নিয়ে এসেছে। ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এবং তাঁর মাথায়, মুখে, হাতে ও পায়ে আঘাতের চিন্হ রয়েছে। সেই খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল হাসপাতালে ছুটে যায়। খবর যায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে। হাসপাতালে পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। একটু সুস্থ হতেই নাবালিকার বয়ান নেয় পুলিশ। সেই মত তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দাদের সহায়তায় চোস্কে এলাকা থেকে জুলফিকার আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি(FIR No. 2/2023 U/S 5(M) and 6 POCSO Act at Women Police Station Leh)।

ব্যাপক ক্ষুব্ধ লেহ-এর বৌদ্ধরা

এদিকে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ লেহ শহর এবং তাঁর আশেপাশের বৌদ্ধরা। গতকাল কয়েক হাজার স্থানীয় মানুষ ঘটনার প্রতিবাদে মিছিল বের করেন। কয়েক হাজার মানুষের মিছিলে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী যোগ দেন। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার এবং অভিযুক্তের ফাঁসির দাবিতে মিছিল থেকে স্লোগান ওঠে। শুধু তাই নয়, লেহ শহরের সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ব্যাবসায়ী সমিতির তরফে।

আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা। তাঁর অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো।