কলকাতা শহরের একটি ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে এক যুবক বলছেন যে সে বাংলাদেশি নাগরিক। কিন্তু তাঁর আধার কার্ড রয়েছে। কলকাতা শহরেই থাকেন তিনি।
ভিডিওতে যুবককে বলতে শোনা যাচ্ছে যে তাঁর নাম জাইদুল খান। সে বর্তমানে কলকাতার একটি বস্তিতে থাকে। সে বলে যে তাঁর বাড়ি আদতে বাংলাদেশে এবং সে এখন কলকাতায় থাকে। এমনকি সে প্রমাণস্বরূপ নিজের আধার কার্ড দেখায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও ‘Hindu Voice’ সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
সেই যুবকের আধার কার্ড অনুযায়ী তাঁর নাম জাইদুল খান। তাঁর বাড়ির ঠিকানা – মাঝের পাড়া, ঘুনী, হাতিয়াড়া, উত্তর ২৪ পরগনা, পিন – ৭০০১৫৭। জন্ম তারিখ রয়েছে ০১/০১/১৯৯১।
ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই যুবককে কয়েকজন জেরা করছেন। ওই যুবক জেরার মুখে বলেন যে সে বাংলাদেশি। সেই ভিডিও দেখে অনেকেই মন্তব্য করছেন যে তাকে গ্রেপ্তার করতে হবে। অনেকে আবার প্রশ্ন তুলেছেন যে যারা ভিডিও রেকর্ড করছিলেন, তাঁরা কেনো ওই যুবককে পুলিশের হাতে তুলে দিলেন না।