কলকাতা: বাস চাপা দিয়ে রাঠী পরিবারের ৩ সদস্যকে খুন, গ্রেপ্তার চালক হাজিবুল্লাহ মোল্লা



Updated: 27 June, 2023 8:00 am IST

বাস চাপা দিয়ে একই হিন্দু পরিবারের তিন সদস্যকে খুন করার ঘটনা ঘটলো কলকাতায়। ধৃত চালকের নাম হাজিবুল্লাহ মোল্লা। গতকাল রাতে ঘটনাটি ঘটে। মৃতরা হলো শিব শঙ্কর রাঠি(৫৪), তাঁর মা সরলা(৭৩) এবং শিব শঙ্করের পুত্র শ্রীবৎস(২৩)।

জানা গিয়েছে, গত সোমবার রাতে শিব শঙ্কর রাঠির মেয়ের বিবাহ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন তিন জন।

এদিকে রাত্রি একটা নাগাদ বাগুইআটি বাস টার্মিনাস থেকে একটি বাস চুরি হয়। রাতেই বাগুইআটি থানায় বাস চুরির অভিযোগ দায়ের হয়। রাত্রি ৩টা নাগাদ পুলিশ বাসটিকে দেখতে পেয়ে পিছু ধাওয়া করতে শুরু করে।

খবর অনুযায়ী, রাত ২টা বেজে ৫০ মিনিটে নিউ টাউনের ব্যাঙ্কওয়েট হল থেকে গাড়ি নিয়ে বের হন তিন জন। ঘড়িতে তখন ৩টা বেজে ৫ মিনিট। লেক টাউন ক্রসিংয়ের সিগনালে দাঁড়িয়েছিল রাঠিদের গাড়ি। সেই সময় গাড়িটিকে সজোরে ধাক্কা মারে হাজিবুল্লা। গাড়িটিকে কিছু দূর টেনে হিঁচড়ে নিয়ে যায়। তারপরেও থামেনি সে। সেখান থেকে সজোরে বেরিয়ে যায়। পরে আর একটি গাড়িকে ধাক্কা মারে। পরে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।

পরে পুলিশের তরফে জানানো হয় যে তাঁরা বাসের চালক মহম্মদ হাজিবুল্লা মোল্লাকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে এর আগেও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ ছিল। এর আগে ডিজেল চুরির অভিযোগে তাকে চাকরি থেকে ছাঁটাই করেছিল মালিক। আর সেই রাগেই এমন কণ্ড ঘটিয়েছে বলে অনুমান পুলিশের।

এদিকে পরিবারের সবাইকে হারিয়ে শোকে মুহ্যমান শিব শঙ্কর রাঠীর কন্যা। ভেঙে পড়েছেন আত্মীয়রা। জয় কুমার দুগারী নামে এক আত্মীয় বলেন, “শিব শঙ্কর ভালো মানুষ ছিলেন। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতেন। কিন্তু হঠাৎ করে সব শেষ হয়ে গেল।”

এদিকে পুলিশের বিরুদ্ধে তথ্য চাপা দেওয়ার অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, “পুলিশ সঠিক তথ্য দিচ্ছে না। আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল না। চলন্ত গাড়িতে পিছন থেকে ধাক্কা মেরেছে বাসটি। কিন্তু পুলিশ আমাদের অভিযোগে লিখতে বলে যে গাড়িটি পার্ক করা ছিল। আমরা পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছি।”