কেরালা: ট্রেনে যাত্রীদের গায়ে আগুন লাগানোর ঘটনায় গ্রেপ্তার শাহরুখ সাইফি



Updated: 04 April, 2023 12:11 pm IST

কেরালার চলন্ত ট্রেনে যাত্রীদের গায়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত শাহরুখ সাইফিকে গ্রেপ্তার করলো পুলিশ। আজ উত্তর প্রদেশের বুলন্দশহর থেকে তাকে গ্রেপ্তার করে এটিএস (UP ATS)।

খবর অনুযায়ী, গত ২রা এপ্রিল রাত ১০টা নাগাদ আলাপুঝা থেকে কান্নুরগামী এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। তারপর চেন টেনে ট্রেন থামিয়ে নেমে পালিয়ে যায় সে। পেট্রোল ঢেলে আগুন লাগানোর কারণে এখনও পর্যন্ত মোট তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন।

ঘটনার পরই রেল এবং কেরালা পুলিশ মিলিতভাবে তদন্তে নামে। তদন্তে নেমে প্রত্যক্ষদর্শিদের কাছে তথ্য নিয়ে অভিযুক্তের স্কেচ তৈরি করে পুলিশ। পরে তা সারা দেশের পুলিশের কাছে পাঠানো হয়।

তবে ট্রেন থেকে পালানোর সময় একটি ব্যাগ ফেলে পালায় অভিযুক্ত। সেই ব্যাগে থাকা একটি কীপ্যাড ফোন থেকেই অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। সেই মত কেরালা পুলিশের তরফে তথ্য পাঠানো হয় UP ATS-এর কাছে।

ঘটনায় আহতদের দেওয়া বয়ান অনুযায়ী, ট্রেন যখন এলাথুর স্টেশন ছেড়ে যাচ্ছিল, সেই সময়ে এক যুবক কামরায় আসে। এসেই ট্রেনে থাকা লোকজনের গায়ে পেট্রোল ছড়িয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ধরিয়ে দেয় সে। তারপর কিছুদূর গিয়ে ট্রেনটি থেমে যায়। পরে রেল পুলিশ এসে আগুন নেভায়। ততক্ষনে আগুনে পুড়ে এবং ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে তিন জনের।

এদিকে ঘটনার খবর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্তভার গ্রহণ না করলেও NIA এর একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় সন্ত্রাসবাদী যোগ থাকতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। আপাতত ধৃতকে জেরা করা হচ্ছে।