কেরালা: খ্রিস্টান অধ্যাপকের হাত কাটার ঘটনায় ৩ PFI সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড



Updated: 15 July, 2023 8:36 am IST

কেরালার খ্রিস্টান অধ্যাপক টিজে জোসেফের ডান হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনার সাজা ঘোষণা হলো। NIA- এর এক বিশেষ আদালত ঘটনায় জড়িত ৩ জন PFI সদস্যকে যাবজ্জীবন জেলের সাজা শোনালো। সেই সঙ্গে আরও তিন PFI সদস্যকে তিন বছরের জেলার সাজা শোনায় আদালত। গত শুক্রবার এর্ণাকুলামের NIA আদালত এই সাজা শোনায়। এছাড়াও, প্রত্যেককে ₹ ৫০, ০০০(পঞ্চাশ হাজার টাকা) টাকা করে জরিমানা করা হয়েছে।

নিষিদ্ধ জিহাদী গোষ্ঠী PFI(Popular Front of India)-এর তিন সক্রিয় সদস্য সাজিল, নাজিব এবং এমকে নাজারকে যাবজ্জীবন জেলের সাজা শোনায় আদালত। সেই সঙ্গে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এছাড়াও, যে তিনজন PFI সদস্যকে তিন বছরের জেলের সাজা দেওয়া হয়েছে, তাঁরা হলো এমকে নৈশা, পিপি মঈদীনকুনু এবং পিএম আয়ুব।

সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি UAPA আইন এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, ইদুক্কি জেলার নিউম্যান কলেজের অধ্যাপক ছিলেন টিজে জোসেফ(TJ Joseph)। ২০১০ সালে বি কম কোর্সের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছিলেন জোসেফ। সেই প্রশ্নপত্রের একটি প্রশ্ন ঘিরে বিতর্ক শুরু হয়। PFI অভিযোগ করে যে প্রশ্নের মাধ্যমে নবী মহম্মদকে অপমান করা হয়েছে। সেই অভিযোগের পরই ইসলামিক মৌলবাদীদের টার্গেটে পরিণত হন ওই খ্রিস্টান অধ্যাপক।

২০১০ সালের ৪ঠা জুলাই, রবিবার চার্চ থেকে ফেরার সময় তাঁর গাড়ি আটকায় একদল ইসলামিক মৌলবাদী। পরিবারের সদস্যদের সামনেই জোসেফের ডান হাতের কব্জি কেটে নেয় PFI সদস্যরা। পরে সেই ঘটনার তদন্তভার হাতে নেয় NIA।

তবে এই ঘটনায় ৬ জনের সাজা হলেও এখনও পলাতক অন্যতম অভিযুক্ত সাবাদ নামে এক মুসলিম যুবক।